ব্রেকিং নিউজঃ |
রাজধানীর গুলশানে একটি বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।
বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রিয়াদ বর্তমানে রিমান্ডে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫ জন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী বিদেশে থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। ওই রাতেই সেখান থেকে তাদের আটক করে পুলিশ। এর কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। পরে চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগী নিজে বাদী হয়ে রিয়াদসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।
আবদুর রাজ্জাক বিন রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বাংলাদেশী থ্রিলার বই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্রসংগঠন হিসেবে গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করে। এই সংগঠন হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আবদুর রাজ্জাককে।