আর্কাইভ | ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ ০২:৩৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ শুধু নির্বাচন নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি * লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন * শেখ হাসিনা, রেহানা, টিউলিপ, রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা * আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক * ডলার ইনডেক্সের মান তিন বছরের মধ্যে সর্বনিম্ন * পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক * টাস্কফোর্সের সভা আজ শেখ পরিবারসহ ১১ শিল্পগোষ্ঠীর বিদেশে বিপুল সম্পদের খোঁজ * যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক * ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল * পহেলা বৈশাখে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা * তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ * ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রকম্পিত ঢাকা * আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” * স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর * পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন * ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেয়ার পরিকল্পনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলল হামাস * এক্স অ্যাকাউন্ট ব্যবহারের নতুন নিয়ম, যা মানতে হবে ব্যবহারকারীদের * গাজায় ঢুকছে না ত্রাণবাহী গাড়ি, অনাহারে-মৃত্যু * মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের * বাজারে সক্রিয় সিন্ডিকেট কৌশলে আবারো বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
১২ জুন ২০২৫
০৪:১৮:০২ পূর্বাহ্ন
আপডেটঃ
১২ জুন ২০২৫
০৭:৫৫:৪০ পূর্বাহ্ন
                       

ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, কেউ কি বেঁচে আছে!


নয়াদিল্লি: ২৪২ জন যাত্রী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই  বিধ্বস্ত হয়। ফ্লাইটটি লন্ডন যাচ্ছিল। বিমানে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু  ছিলেন। 

একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি নিচু হয়ে উড়ে যাওয়ার এবং উচ্চতা বাড়ানোর জন্য আপ্রান চেষ্টা করার পর মাটিতে আছড়ে পড়ছে এবং আগুনের গোলা বিস্ফোরণ ঘটাচ্ছে। দুপুর ১.৩৮ মিনিটে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রায় পাঁচ মিনিট উড়েছিল।  লন্ডন গ্যাটউইক বিমানবন্দর তাদের নিজস্ব একটি বিবৃতিতে জানিয়েছে "আমরা নিশ্চিত করতে পারি যে আজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করার সময় বিধ্বস্ত হওয়া AI171 ফ্লাইটটি ১৮:২৫ মিনিটে লন্ডন গ্যাটউইকে অবতরণের কথা ছিল।"

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট নং এআই ১৭১, দুর্ঘটনার কবলে পড়ে। 

"এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও আপডেট শেয়ার করব," এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যাচ্ছে যে মাটি থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠে আসছে। কমপক্ষে দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং কিছু আহতদের হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ এলাকা থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সমস্ত বিমান ও জরুরি প্রতিক্রিয়া সংস্থাগুলিকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।


ঘটনা স্থল থেকে প্রাপ্ত ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত এলাকার উপরে ধূসর ধোঁয়ার ঘন স্তম্ভ উঠছে। জরুরি উদ্ধারকাজে দুই ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

বেশ কয়েকজন আহত যাত্রীকে ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থলে চিকিৎসা ও অগ্নিনির্বাপক উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে।

জরুরি পরিষেবা নিরবচ্ছিন্নভাবে পৌঁছানোর জন্য কর্মকর্তারা বিমানবন্দর এবং আশেপাশের দুর্ঘটনাস্থলে যাওয়ার পথগুলি বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলের চারপাশে যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ডাইভারশন স্থাপন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু ঘটনার পরপরই একটি বিবৃতি জানিয়েছেন, "আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে হতবাক । 


এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন টাটা গ্রুপ একটি বিবৃতি জানিয়েছে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, "গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ লন্ডন গ্যাটউইকে পরিচালিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার সাথে জড়িত। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা এবং গভীর সমবেদনা।"


আরোহীদের ১৬৯ জন ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এসময় এতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।


দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এয়ার ইন্ডিয়া বলেছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং যথাসময়ে আরও তথ্য জানানো হবে।

আনন্দ বাজার পত্রিকার খবর: 

এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন।

অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়েছে। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট।


বৃহস্পতিবার বিকেল ৩টে ১৯ মিনিটে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া, ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান এবং সাত জন পোর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য একটি হটলাইন নম্বর খুলেছে এয়ার ইন্ডিয়া। ১৮০০৫৬৯১৪৪৪ নম্বরে যোগাযোগ করে এই সংক্রান্ত তথ্য জানা যাবে। কী ভাবে এই দুর্ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কর্তৃপক্ষকে এই সংক্রান্ত তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

 

সংবাদটি পঠিতঃ ২১৪ বার


নির্বাহী সম্পাদকঃ আয়শা ছিদ্দিকা মনি

প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805

Design & Developed By IFTI IT