ব্রাজিল থেকে মীর আহমেদ মীরু
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০১৯ ০৬:৫৮:৪৪ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় বিশ্বের মুসলমানরা আতঙ্কিত 

নব আলো: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নূর মসজিদসহ দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সারা বিশ্বের মুসলমানদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। তখন নিউজিল্যান্ডের বন্দুকধারীদের হামলায় নিউজিল্যান্ডে প্রায় ৫০ জন মুসলমান নিহত হয় এবং আহত হয় প্রায় অর্ধশত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেলিফোর্নিয়ায় একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

নিউজিল্যান্ডের হত্যাকান্ডের পর বিভিন্ন দেশে মুসলিমদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সারা বিশ্বের অসংখ্য মুসলমানরা বসবাস করে। মুসলমান জনগোষ্ঠীর জন্য রয়েছে সেখানে নামাযের জন্য মসজিদের ব্যবস্থা।

তবে সম্প্রতি জানা যায়, ব্রাজিলের সাও পাওলোর রাজধানী ব্রাসিলিয়ার একটি জামে মসজিদে উগ্রপন্থীদের হামলার আশংকা করা হয়।


সেখানে গত ২৫ তারিখ শুক্রবার জুমা’য় ব্রাজিলের প্রশাসনের যথাযথ ব্যবস্থায় পুলিশরা বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়।

ব্রাজিল বাণিজ্যিক শহর সাও পাওলো সব দেশ মুসলিম প্রবাসীদের জুমার নামাজের সময় নিউল্যান্ডের মসজিদের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদদের উদ্দেশ্যে গায়বী জানাযা এবং বিশেষ মুনাজাত করা হয়।

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় উদ্বিগ্ন ব্রাজিল প্রবাসী মুসলমান বাঙালীদের অভিমত
খতিব মাহমুদ নিউজিল্যান্ড মসজিদ শহীদদের স্মরণে বিশেষ খুতবা পড়া আরোবিও ব্রাজিলের পর্তুগিজ ভাষায় দুটি জন খুতবা জট করে।

এ সময় বাঙালি মুসলিম প্রবাসীরা মসজিদ সন্ত্রাসী ঘটনার নিন্দা জানায় ।

এছাড়া ব্রাজিলের আরবিদের পরিচালনায় যে মসজিদ গুলো আছে ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের দেখা যায় জুমার নামাজের সময়ে তাঁরা নিরাপত্তা বেষ্টনী তৈরী করেন।


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805