প্রভাতী নিউজ ডেক্সঃ
প্রকাশিতঃ ২১ মার্চ ২০১৯ ০৯:০৬:০০ পূর্বাহ্ন
রাজধানীর সড়কে ঝরল আরও একটি প্রাণ

রাজধানীর পল্টনে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাতে পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান জানান, রাতে পল্টনে সড়ক পারাপারের সময় ওই ব্যক্তিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

প্রভাতী নিউজ / মহসিন


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805