বাসসঃ
প্রকাশিতঃ ২১ মার্চ ২০১৯ ০৭:৩১:০১ পূর্বাহ্ন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার সৌদি আরবের দাম্মামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার বাঘেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম।

আহত ব্যক্তি হলেন ফেনীর মোহাম্মদ তপন।

জানা গেছে, তারা ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। স্থানীয় সময় ৩টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বাংলাদেশি ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করে। একই ঘটনায় নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানি নাগরিক খালেদ।

প্রভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805