বিনোদন ডেস্ক :
নিজের নববর্ষের গানে পারফর্ম করলেন এই প্রজন্মের কন্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। অনুরূপ আইচের কথা এবং আরেফিন রুমির সংগীতায়োজনে তৈরি গানটির মিউজিক ভিডিওতে ক্লাসিক্যাল নৃত্য করেছেন তিনি। বৈশাখ নিয়ে এটাই তার প্রথম গান।
সম্প্রতি বাংলাঢোলের ব্যানারে নববর্ষ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওটিকে কর্ণিয়া তার ভক্তদের জন্যে বৈশাখী উপহার হিসেবে অভিহিত করেছেন।
এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, এটি আমার জীবনে অন্য রকম অভিজ্ঞতা। আমার কাজ গান করা। তবে নিজের গানের সঙ্গে নাচতে খারাপ লাগেনি। নির্মাতা ও অন্যদের সহযোগিতায় গানটি সুন্দরভাবে দর্শকের সামনে হাজির করেছি।
ভিডিও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গানটি বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের সবকটি মোবাইলফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
সংবাদটি পঠিতঃ ৪৯৮ বার
আরো খবর
সর্বশেষ খবর